Last Updated: October 14, 2011 14:47

কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আইনজীবী প্রশান্ত ভূষণের সঙ্গে দূরত্ব বাড়ল আন্না হাজারের।
আজ মহারাষ্ট্রের রালেগণসিদ্ধিতে নিজের গ্রামে বসে আন্না জানান, প্রশান্ত ভূষণ যা বলেছেন তা তাঁর ব্যক্তিগত মতামত।
তার সঙ্গে টিম আন্নার কোনও সম্পর্ক নেই। কাশ্মীর নিয়ে প্রশান্ত ভূষণের মতামত তিনি বা টিম আন্না সমর্থন করেন না বলেও জানিয়েছেন আন্না। তাঁর বক্তব্য কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। জন লোকপাল বিল ও দুর্নীতি বিরোধী আন্দোলন ছাড়া আর কোনও বিষয় নিয়ে টিম আন্না অন্য কোনও ব্যাপারে এই ধরনের বিতর্কিত মন্তব্য করবে না বলেও জানিয়েছেন আন্না। কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য করায় টিম আন্নার অন্যতম সদস্য প্রশান্ত ভূষণকে বুধবার তাঁর চেম্বারে ঢুকে মারধর করে তিন যুবক।
First Published: Friday, October 14, 2011, 14:47