Last Updated: Tuesday, December 27, 2011, 09:47
সংসদে পেশ হওয়া সরকারি লোকপাল বিলের প্রতিবাদে আজ থেকে মুম্বইয়ে তিনদিনের অনশন শুরু করছেন আন্না হাজারে। সকাল ১১ টার কিছু আগে বান্দ্রায় সরকারি অতিথিশালা থেকে মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটির মাঠে অনশন মঞ্চে যাবেন তিনি।