প্রধানমন্ত্রীকে ফের চিঠি আন্না হাজারের, Anna`s new letter to PM

প্রধানমন্ত্রীকে ফের চিঠি আন্না হাজারের

প্রধানমন্ত্রীকে ফের চিঠি আন্না হাজারেরসংসদে লোকপাল বিল পাশের দাবিতে ফের অনশনে বসার হুমকি দিলেন আন্না হাজারে। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে  সংসদের শীতকালীন অধিবেশনে লোকপাল বিল পাশের দাবি জানিয়েছেন আন্না হাজারে। দাবি কার্যকর না হলে ফের অনশনে বসার হুমকি দিয়েছেন তিনি। দুর্নীতি প্রতিরোধে জন লোকপাল বিলের দাবিতে অগাস্ট মাসে বারো দিনের অনশনে বসেন আন্না হাজারে। সে সময় দুর্নীতি প্রতিরোধে শক্তিশালী আইন আনা হবে বলে চিঠি দিয়ে আন্না হাজারেকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আশ্বাসের পর অনশন ভাঙেন আন্না হাজারে। কিন্তু তারপরেও বিল নিয়ে সরকার না এগোনোয় ফের অনশনে বসার কথা বলেছেন মহারাষ্ট্রের প্রবীন এই সমাজসেবী। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আগামী বাইশে নভেম্বর । অধিবেশন চলবে একুশে ডিসেম্বর পর্যন্ত।

First Published: Tuesday, November 1, 2011, 18:27


comments powered by Disqus