Last Updated: December 27, 2011 09:47

সংসদে পেশ হওয়া সরকারি লোকপাল বিলের প্রতিবাদে আজ থেকে মুম্বইয়ে তিনদিনের অনশন শুরু করছেন আন্না হাজারে। সকাল ১১ টার কিছু আগে বান্দ্রায় সরকারি অতিথিশালা থেকে মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটির মাঠে অনশন মঞ্চে যাবেন তিনি।
মুম্বইয়ের যানজট এড়াতে বাইক মিছিল তাঁর সঙ্গে অনশনস্থলে যাবে। অতিথিশালা থেকে অনশনস্থলে যাওয়ার আগে জুহুতে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানাবেন আন্না হাজারে। তাঁর সঙ্গে কিরণ বেদী ও অরবিন্দ কেজরিওয়ালেরও অনশনে বসার কথা।
বান্দ্রা কুর্লার এমএমআরডিতে আন্নার অনশন কর্মসূচি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা তুঙ্গে। বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে প্রায় ২০০ পুলিসকর্মী মোতায়েন করা হয়েছে। আন্না হাজারের অনশন কর্মসূচিতে প্রায় ৫০,০০০ মানুষের জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে।
গতকাল, ফের দুর্নীতি ইস্যুতে সরকারকে তীব্র আক্রমণ করেন আন্না হাজারে। কংগ্রেসের পাল্টা অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁর এই আন্দোলন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, লোকপাল বিল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদই।
First Published: Tuesday, December 27, 2011, 09:47