Last Updated: November 13, 2013 23:09

সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই সমস্যায় রয়েছেন অনুরাগ-কল্কি। তাঁদের বিচ্ছেদ নিয়েও বহুদিন চলছে জল্পনাও। অবশেষে নিজেরাই একসঙ্গে জানিয়ে দিলেন সত্যি কথাটা।
অনুরাগ বলেছেন, "আমি আর কল্কি আলাদা হয়ে যাচ্ছি। আমরা নিজেদের সময় দিচ্ছি কিছুটা। আমাদের বিচ্ছেদ হচ্ছে না। সংবাদমাধ্যকে আমরা অনুরোধ করছি আমরা ব্যক্তিগত জীবনকে সম্মান জানাতে এবং এখনই কোনও সিদ্ধান্তে না পৌঁছতে।"
২০০৯ সালে অনুরাগের ছবিতে দেব ডি ছবিতে আধুনিক চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় করেছিলেন কল্কি। দেব ডি-র সেট থেকেই দুজনের সম্পর্কের শুরু। ২০১১ সালের এপ্রিল মাসে বিয়ে করেন অনুরাগ-কল্কি। এর আগে আরতী বাজাজকে বিয়ে করেছিলেন অনুরাগ।
First Published: Wednesday, November 13, 2013, 23:09