Last Updated: Wednesday, September 25, 2013, 18:08
পূর্ণিমা চাঁদের মধ্যে যে কবি খুঁজে পেয়েছিলেন রুটির সাদৃশ্য, সে সময় থেকে এযুগের ফারাক প্রায় ছয় দশক। সময় এখন গদ্য থেকে পদ্যের দিকে এগিয়েছে। খাবারের শব্দার্থ বদলেছে। পাল্টেছে রূপ-রস-গন্ধ। মানুষের উদর ও মনের যোগাযোগের সেতু হতে পারে স্বাদু খাবার, এমন করে কি কেউ কখনও ভেবেছিল? রীতেশ বাত্রার এ ছবির নির্মাণে টাকা জুগিয়েছেন দেশি-বিদেশি এক ঝাঁক প্রযোজক। যাদের মধ্যে ঊজ্জ্বল নাম- করণ জোহর ও অনুরাগ কাশ্যপ।