স্পিলবার্গের ছবিতে অনুষ্কা?

স্পিলবার্গের ছবিতে অনুষ্কা?

স্পিলবার্গের ছবিতে অনুষ্কা? স্টিভেন স্পিলবার্গের ভারত ভ্রমণে আশার আলো দেখছে বলিউড। ভারতে এসে ইন্দো-পাক সম্পর্ক নিয়ে ছবি পরিচালনার ইচ্ছাপ্রকাশ করেছেন স্পিলবার্গ। কাশ্মীরের উপত্যকায় শুটিং করতে চান স্পিলবার্গ। শোনা যাচ্ছে শিকে ছিঁড়তে পারে অনুষ্কা শর্মার ভাগ্যে।

যদিও এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে স্পিলবার্গের পরিকল্পনা, এখনও পর্যন্ত অনুষ্কার মুক্তি পাওয়া ৭টি ছবির পরিচালকরা লেগে পড়েছেন সুপারিশে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি ডেঞ্জেল ওয়াশিংটন, রিচার্ড গেয়ার, ব্র্যাডলি কুপারদের সঙ্গে এক পর্দায় দেখা যেতে পারে অনুষ্কাকে।

মুম্বইয়ে স্পিলবার্গের সম্মানে দেওয়া অনিল আম্বানির পার্টিতে বিশেষ নিমন্ত্রিত ছিলেন অনুষ্কা।

First Published: Thursday, March 14, 2013, 13:41


comments powered by Disqus