Last Updated: Tuesday, March 12, 2013, 19:57
কিছুদিন আগেই `লিঙ্কন` ছবির জন্য জীবনের তৃতীয় অস্কারটি জিতেছেন স্টিভেন স্পিলবার্গ। তাঁর সম্মানে সোমবার মুম্বইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অনিল আম্বানি। সেই অনুষ্ঠানে স্পিলবার্গের সঙ্গে আলাপচারিতার সুযোগ পেলেন ভারতের প্রবীণ-নবীন ৬১ জন পরিচালক। অনুষ্ঠানটির সঞ্চালকের ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন।