Last Updated: April 25, 2013 21:31

প্রায় গোটা বলিউডকে এক ছাদের তলায় নিয়ে এল বম্বে টকিজ। ছবির গান আপনা বম্বে টকিজে গলা মিলিয়েছেন ২০ জন গায়ক-গায়িকা। আর নাচের তালে পা মিলিয়েছেন বলিউডের প্রথম সারির প্রায় সব তারকারাই।
একটি বিনোদন ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ছবিতে গানটির সঙ্গে নেচেছেন, শহিদ কপূর, করিনা কপূর, করিশমা কপূর, রণবীর সিং, অনিল কপূর, প্রিয়াঙ্কা চোপড়া, ইমরান খান, অক্ষয় কুমার, দীপিকা পাডুকোন, মাধুরী দীক্ষিত, আমির খান, বিদ্যা বালন, শ্রীদেবী, কণবীর কপূর, শাহরুখ খান, ফারহান আখতার, রানি মুখার্জি, সোনম কপূর, জুহি চাওলা ও সইফ আলি খান।
ভারতীয় ছবির ১০০ বছরের প্রতি শ্রদ্ধার্ঘ এই গান।
First Published: Thursday, April 25, 2013, 21:31