Last Updated: Friday, July 12, 2013, 23:37
দিল্লি এক পঞ্জাবি পরিবারে ১৯২০ সালের ১২ ফেব্রুয়ারি জন্ম অভিনেতা প্রাণের। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আকর্ষণ ছিল তাঁর। ভাগ্যক্রমেই অবিভক্ত ভারতে লাহোরে দেখা হয়ে যায় লেখক মহম্মদ ওয়ালির সঙ্গে। দলসুখ পাঞ্চোলির ইয়ামলা জাট ছবিতে ভিলেনের চরিত্রে তিনিই প্রথম সুযোগ করে দেন অভিনয়ের। স্বাধীনতার আগে ৪ বছরে মোট ১৮টি ছবি মুক্তি পায় প্রাণের। কিন্তু দেশভাগের সময় নতুন রাষ্ট্র পাকিস্তান ছেড়ে ভারতে চলে আসতে হয় তাঁকে।