Last Updated: March 31, 2014 11:34

যতই এগিয়ে আসছে লোকসভা ভোট, ততই বাড়ছে প্ররোচণামূলক ভাষার ব্যবহার। অনুব্রত মণ্ডল থেকে আনিসুর রহমান। দেব, পিসি সরকার থেকে সৌগত রায়। নির্বাচনী বিধি ভাঙছেন সবাই। ক্ষমা চাইলে মাপও করছে নির্বাচন কমিশন। এই লাগামহীন ভাষার ব্যবহারের শেষ কোথায়? দেখুন আপনার রায়, বে-লাগাম ভাষা, সন্ধে সাতটায়।
=============================
আপনার রায়ে আপনি
নতুন রূপে দেখুন 'আপনার রায়'
আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগে থাকুন ২৪ ঘণ্টা ডট কম ও আমাদের ফেসবুক, টুইটার পেজে। অংশ নিন দিনের ডিবেটে। আপনার মতামত আমরা তুলে ধরব আপনার রায় অনুষ্ঠানে।
রাত ৮টায় স্টুডিওয় অতিথিরা, আর টেলিফোনে আপনি । তরজা, বিতর্ক, আলোচনা অংশ নিন আপনিও।
আপনার রায় অনুষ্ঠানে অতিথি আপনি। ২৪ ঘণ্টা ডট কমের ডিবেটে অংশ নিন। মতামত জানান।আমাদের ওয়েবসাইটে কমেন্ট পেজে আপনার মতামত ফোন অথবা ইমেল আইডিসহ পোস্ট করুন। আমরা আপনাকে ডাকব আপনার রায়ের অতিথি হিসাবে। প্রতিসপ্তাহে ১০ জন দর্শক বসবেন আপনার রায়ের স্টুডিওয়।
First Published: Monday, March 31, 2014, 11:38