Last Updated: Thursday, November 29, 2012, 14:11
সংসদের উভয় কক্ষে জটিলতা কাটল। যাবতীয় টালবাহানার পর লোকসভা ও রাজ্যসভায় এফডিআই নিয়ে আলোচনা প্রস্তাব গৃহীত হল। সেই সঙ্গে এফডিআই নিয়ে সংসদে ভোটাভুটির দাবি মেনে নিল কেন্দ্র। আজ দুপুর ১১টায় স্পিকার মীরা কুমার জানান এফডিআই নিয়ে ১৮৪ ধারায় আলোচনা হবে। সেই সঙ্গে উভয় কক্ষেই ১৬৮ ধারায় ভোটাভুটি হবে বলেও জানান মীরা কুমার। এদিন অবশ্য, এফডিআই নিয়ে ফের বিরোধীদের হৈ হট্টগোলের জেরে দিনের শুরুতেই বেলা বারোটা পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভা ৷