Last Updated: June 21, 2014 12:21
এক ধাক্কায় ১৪ শতাংশ রেলবাড়া বাড়াল সরকার। মূল্যবৃদ্ধিতে নাজেহাল মানুষের ওপর কতটা বাড়তি চাপ পড়বে? বাজেটের আগেই কেন নরেন্দ্র মোদী সরকারের সিদ্ধান্ত? রেলের স্বাথ্য ফেরাতে ভাড়া বাড়ানো ছাড়া কি উপায় ছিল না? দেখুন আপনার রায়, আজ সন্ধে সাড়ে সাতটায়।
First Published: Saturday, June 21, 2014, 12:21