Last Updated: Thursday, April 3, 2014, 14:04
পাড়ুইকাণ্ডে ডিজি, আইজির ভূমিকায় ক্ষোভ হাইকোর্টের । বিচারপতির মতে, তৈরি হয়েছে সিবিআই তদন্তের পরিস্থিতি । ডিজি কাউকে আড়াল করছেন কিনা প্রশ্ন আদালতের। কেন বারবার তিরস্কার সরকারকে? দেখুন আপনার রায়, সন্ধে সাড়ে সাতটায়।