Last Updated: July 17, 2013 20:29

ভারতে কমছে অ্যাপেলের চাহিদা। ২০১৩ সালের প্রথম তিন মাসে ভারতে মাত্র ১ লক্ষ ২০ হাজার আইফোন বিক্রি করেছে অ্যাপেল। গত বছরের শেষ তিন মাস অক্টোবর-ডিসেম্বরে ২ লক্ষ ৩০ হাজার আইফোন বিক্রি হয়েছিল ভারতের বাজারে। নভেম্বরে আইফোন ফাইভ লঞ্চ হওয়ার পর ভারতের স্মার্টফোন বাজারে আইফোনের শেয়ার ছিল ৪.৭%। চলতি বছরের প্রথম তিন মাসে শেয়ার এসে দাঁড়িয়েছে ২.১%।
দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বী স্যামসাং, স্থানীয় মাইক্রোম্যাক্স ও কার্বনের সঙ্গে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হচ্ছে অ্যাপলকে। মার্কেট অ্যানালিস্ট ফৈজল কায়ুসার মতে, অ্যাপল নিয়ে ক্রেতাদের প্রাথমিক উত্সাহ এখন কমে আসছে। অন্যদিকে, ক্রমশ জনপ্রিয় হচ্ছে স্যামসাং। এই মুহূর্তে ভারতের স্মার্টফোন মার্কেটে স্যামসাঙের শেয়ার ৪০%। শুধু ভারতে নয় বিশ্বের বাজারেও জনপ্রিয়তা হারাচ্ছে অ্যাপেল।
First Published: Wednesday, July 17, 2013, 20:29