Last Updated: Wednesday, July 17, 2013, 20:29
ভারতে কমছে অ্যাপেলের চাহিদা। ২০১৩ সালের প্রথম তিন মাসে ভারতে মাত্র ১ লক্ষ ২০ হাজার আইফোন বিক্রি করেছে অ্যাপেল। গত বছরের শেষ তিন মাস অক্টোবর-ডিসেম্বরে ২ লক্ষ ৩০ হাজার আইফোন বিক্রি হয়েছিল ভারতের বাজারে। নভেম্বরে আইফোন ফাইভ লঞ্চ হওয়ার পর ভারতের স্মার্টফোন বাজারে আইফোনের শেয়ার ছিল ৪.৭%। চলতি বছরের প্রথম তিন মাসে শেয়ার এসে দাঁড়িয়েছে ২.১%।