Last Updated: October 1, 2013 16:10

মুকুট হারাল কোকা-কোলা। পৃথিবীর সেরা ব্র্যান্ডের খেতাব কোকা-কোলার কাছ থেকে ছিনিয়ে নিল স্টিভ জোবসের স্বপ্নের অ্যাপেল। ২০০০ সাল থেকে পৃথিবীর সেরা ব্র্যান্ড নির্বাচন শুরু করেছিল ওমনিকম অ্যাডভারটাইসিং কোম্পানি নামের এক সংস্থা। প্রথম থেকেই ২০১২ পর্যন্ত প্রথম স্থানটি বরাবর কোকা-কোলার দখলে ছিল। এই বছরই প্রথম স্থ্যানচ্যুতি ঘটল বহুজাতিক ঠাণ্ডা পানীয় প্রস্তুতকারী এই সংস্থার।
শুধুমাত্র বিক্রি বা প্রোডাক্ট নয় যে কোম্পানি সামগ্রিক ভাবে বিশ্ব জুড়ে মানুষের জীবনধারণের মাল পাল্টে দেয় বা নিজেদের বক্তব্যকে পৌঁছে দিতে পারে সমাজের বিরাট সংখ্যক মানুষের মধ্যে তাকেই সেরা নির্বাচিত করা হয় এই তালিকায়।
শুধু অ্যাপেল নয় কোকা-কোলাকে পিছনে ফেলে দিয়েছে গুগলও। এই সার্চ ইঞ্জিন দখল করেছে দ্বিতীয় স্থান। দু`ধাপ নেমে এসে এই বছর আপাতত তিন নম্বর স্থানটি কোকা-কোলার দখলে।
তবে ওমনিকম জানিয়েছে গ্যালাক্সি ফোনের দৌলতে স্মার্টফোনের জগতে অ্যাপলের প্রধান প্রতিদ্বন্ধী স্যামসং যে বেগে সামনের দিকে এগিয়ে আসছে আসছে বছর এক নম্বর জায়গা ধরে রাখতে অ্যাপেলকে বড় পরিকল্পনা করতে হবে। সদ্য প্রকাশিত তালিকায় স্যামসাং ৯ নম্বরে রয়েছে।
First Published: Tuesday, October 1, 2013, 16:10