Last Updated: Tuesday, October 1, 2013, 16:10
মুকুট হারাল কোকা-কোলা। পৃথিবীর সেরা ব্র্যান্ডের খেতাব কোকা-কোলার কাছ থেকে ছিনিয়ে নিল স্টিভ জোবসের স্বপ্নের অ্যাপেল। ২০০০ সাল থেকে পৃথিবীর সেরা ব্র্যান্ড নির্বাচন শুরু করেছিল ওমনিকম অ্যাডভারটাইসিং কোম্পানি নামের এক সংস্থা। প্রথম থেকেই ২০১২ পর্যন্ত প্রথম স্থানটি বরাবর কোকা-কোলার দখলে ছিল। এই বছরই প্রথম স্থ্যানচ্যুতি ঘটল বহুজাতিক ঠাণ্ডা পানীয় প্রস্তুতকারী এই সংস্থার।