Last Updated: February 16, 2013 20:11

ফের জেলে গেলেন আরাবুল ইসলাম। আজ দুপুরে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। সরাসরি নিয়ে যাওয়া হয় আলিপুর সেন্ট্রাল জেলে। ভাঙরকাণ্ডে ধৃত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ককে গত সাত তারিখ রাতে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুকে ব্যথা অনুভব করায় তাঁকে হাসপাতালে পাঠানো হয়।
গত সোমবার জেল কর্তৃপক্ষের কাছে মেডিক্যাল রিপোর্ট পেশ করেছিল এসএসকেএম কর্তৃপক্ষ। বুকে ব্যথার কোনও প্রমাণ পাওয়া যায়নি, রিপোর্টে জানিয়েছিলেন চিকিত্সকরা।
তবে তাঁর ব্লাড সুগারের সমস্যা রয়েছে বলে রিপোর্টে জানানো হয়। এরপর আরাবুল ইসলামের মানসিক চিকিত্সা করা হচ্ছিল।
First Published: Saturday, February 16, 2013, 20:11