Last Updated: February 20, 2013 19:46

ভাঙড়কাণ্ডে আরাবুল ইসলামের জামিনের আর্জি আজ খারিজ হয়ে গেল আলিপুর আদালতে। আরাবুলের জেল হেফাজতে থাকার মত যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে বলে জানিয়ে দেন বিচারক।
এর আগে বুকে ব্যথা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন আরাবুল। তবে মেডিক্যাল রিপোর্টে বুকে ব্যথার প্রমাণ পাননি চিকিত্সকেরা। এরপর মানসিক রোগের চিকিত্সার কারণে তাঁকে হাসপাতালেই রেখে দেওয়া হয়। অবশেষে ফিট সার্টিফিকেট দেওয়ায় আরাবুলকে ফেরত পাঠানো হয় আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে।
First Published: Wednesday, February 20, 2013, 19:46