আরাবুলকে বাঁচাতে এখন টিচার ইনচার্জকেই অভিযুক্ত করলেন সংসদ সভাপতি

আরাবুলকে বাঁচাতে এখন টিচার ইনচার্জকেই অভিযুক্ত করলেন সংসদ সভাপতি

আরাবুলকে বাঁচাতে এখন টিচার ইনচার্জকেই অভিযুক্ত করলেন সংসদ সভাপতিতৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ আনা শিক্ষা সংসদের রোষে টিচার ইনচার্জই। ভাঙড়ের নারায়ণপুর হাইস্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন ঢুকে পড়েন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। শুধু তাই নয়, ছাত্রছাত্রীদের সামনেই তিনি ইনভিজিলেটরদের প্রশ্নের উত্তর বলে দেওয়ার নির্দেশ দেন বলে অভিযোগ। এনিয়ে ইনভিজিলেটরদের তিনি শাসানিও দেন।

পরীক্ষাকেন্দ্রের পুলিসকর্মীরা ছিলেন কার্যত দর্শক। গতকালই এ নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে অভিযোগ জানিয়েছিলেন সংশ্লিষ্ট সেন্টার ইনচার্জ। কিন্তু, গোটা ঘটনায় তাঁকে অভিযুক্ত করলেন সংশ্লিষ্ট সংসদ সভাপতি।

কোনও পুলিসকর্মীই গতকাল ভাঙড় ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল এবং তাঁর সঙ্গীদের আটকানোর সাহস দেখাতে পারেননি৷ তিনি স্কুলের দোতলায় গিয়ে একের পর এক হলে ঢুকে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন৷ সেন্টার ইনচার্জ গোপা রায় প্রতিবাদ করলে তাঁর সঙ্গে আরাবুল অত্যন্ত দুর্ব্যবহার করেন বলে অভিযোগ৷

First Published: Saturday, March 15, 2014, 19:00


comments powered by Disqus