Last Updated: October 11, 2012 14:59

নাতনির জন্মের পর এটাই তাঁর প্রথম জন্মদিন। আরাধ্যার জন্মের পর থেকেই সংবাদমাধ্যমের ক্যামেরার থেকে আড়াল করে রাখলেও তাকে ছাড়া কি আর জন্মদিন কাটানো যায়! আরাধ্যার কাছেই বা জনসমক্ষে আসার এর থেকে ভাল মঞ্চ আর কীই বা হতে পারতো। আর তাই দাদুর জন্মদিনের মঞ্চকেই আরাধ্যা বেছে নিলেন তার ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্সের জন্য।
ক্রিম রঙের ফ্রিল দেওয়া ফ্রক, ক্রিম রঙের জুতো। পুরো পরিবারের সঙ্গে মঞ্চে উঠে কেক কাটলেন বচ্চন পরিবারের লিটল প্রিন্সেস। এক লহমায় সত্তর বছরের বার্থডে বয়-এর থেকে লাইমলাইট ছিনিয়ে নিলেন একরত্তি মেয়েটি! ভারতের এক নম্বর ফিল্মি ফ্যামিলির ১১ মাসের নান্হি পরীকে দেখতে পার্টিতে উপস্থিত ৮০০ জনের কৌতূহলি দৃষ্টি থেমে গেল এক জায়গাতেই।
এই না হলে বচ্চন পরিবারের উত্তরসূরী! জন্মের আগে থেকেই যে সেলিব্রিটি তিনি।
First Published: Thursday, October 11, 2012, 15:00