Last Updated: November 1, 2013 19:54

চল্লিশ পূর্ণ করলেন ঐশ্বর্য রাই বচ্চন। জন্মদিনে তাঁর জন্য `হ্যাপি বার্থডে` গাইল মেয়ে আরাধ্যা। নিজের বাড়ি জনকে পরিবারের সঙ্গে জন্মদিন পালন করার সময় সাংবাদিকদের ঐশ্বর্য বলেন, "আরাধ্যা অনেক রাত পর্যন্ত জেগে থাকে। ঠিক রাত বারোটার সময় আমার জন্য `হ্যাপি বার্থডে` গেয়েছে আরাধ্যা। গত মাসে `পা`কেও(অমিতাভ বচ্চন) এভাবেই শুভেচ্ছা জানিয়েছিল আরাধ্যা। প্রথমে নিজেকে শুভেচ্ছা জানানোর পর আমাকে শুভেচ্ছা জানায় আরাধ্যা।"
"আর হাবি?" সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঐশ্বর্য বলেন, "এটা অভিষেকের ওপরই ছেড়ে দিচ্ছি আপনাদের জানানোর জন্য। অভিষেক আমাকে একটা উপহার দিয়েছে। কিন্তু আমার কাছে ওর দেওয়া সেরা উপহার আরাধ্যা।"
শোনা যাচ্ছে, খুব শিগগিরই হাবি অভিষেকের সঙ্গেই রুপোলি পর্দায় ফিরতে চলেছেন অ্যাশ। ১৯৭৩ সালের ১ নভেম্বর জন্ম ঐশ্বর্যর। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা জেতেন তিনি। ববি দেওলের বিপরীতে অউর পেয়ার হো গয়া ছবিতে বলিউডে আত্মপ্রকাশ ১৯৯৭ সালে। ২০০৭-এ বিয়ে করেন অভিষেককে। মেয়ে আরাধ্যার জন্ম ২০১১ সালে।
First Published: Friday, November 1, 2013, 19:54