জোড়া লজ্জা আর্জেন্তেনীয় ফুটবলে

জোড়া লজ্জা আর্জেন্তেনীয় ফুটবলে

জোড়া লজ্জা আর্জেন্তেনীয় ফুটবলেএকই দিনে আর্জেন্তেনীয় ফুটবলে ঘটে গেল জোড়া লজ্জার ঘটনা। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে স্ট্রেচারবয়কে মেরে লালকার্ড দেখলেন তারকা ফুটবলার মাসচেরানো। অন্যদিকে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে এক ফুটবলার নৃশংসভাবে একটি কুকুরকে মাঠ থেকে ছুঁড়ে ফেলার জন্য লালকার্ড দেখলেন।

বুধবার জোড়া বিতর্ক আর্জেন্টিনা ফুটবলে। ইকুয়েডরের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে ড্র করে আর্জেন্টিনা। কিন্তু মাঠে হঠাত্ই মাথা গরম করে লাল কার্ড দেখেন আর্জেন্টিনার তারকা মাসচেরানো। ম্যাচে চোট পেয়ে মাঠে যন্ত্রণায় ছটফট করতে থাকেন মাসচেরানো। স্ট্রেচারকে মাসচেরানো ডাগআউটে যাওয়ার পর হঠাত্‍ই স্ট্রেচার বয়দের উদ্দেশ্যে গালাগালি এবং তাঁদের মারধরও করেন আর্জেন্তেনীয় তারকা। মাসচেরানো ঘটনার দিনই আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে আরও একটি জঘন্য ঘটনা ঘটল।ঘরোয়া লিগে সান জুয়ান ও বেলা ভিস্টার মধ্যে ম্যাচ চলছিল।

ম্যাচ চলাকালীন হঠাত্‍ই মাঠে একটি কুকুর ঢুকে পড়ে। বেলা ভিস্টার ফুটবলার জামানেজ কুকুরের গলা টিপে তাঁকে ছুঁড়ে গ্যালারিতে ফেলে দেন। গ্যালারির ফেন্সিংয়ে ধাক্কা খেয়ে মাঠে পড়ে যায় কুকুরটি। ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে প্রতিপক্ষ সান জুয়ানের সমর্থকরা। মাঠে বোতল ছোঁড়েন তাঁরা। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে দেখে গোটা ঘটনার জন্য ফুটবলার জামানেজকে লালকার্ড দেখান রেফারি। একই দিনে আর্জেন্তেনীয় ফুটবলে জোড় লজ্জায় বিতর্কে মেসির দেশের ফুটবল।

First Published: Thursday, June 13, 2013, 17:03


comments powered by Disqus