Last Updated: Friday, September 28, 2012, 16:22
কাকা, মেসি, রুনি, । বিশ্ব ফুটবলের তিন নাম একই দিনে প্রত্যাবর্তনের খবরে । কারও প্রত্যাবর্তনটা খুব চোখে পড়ার মত, কারোরটা আবার প্রত্যাশিত। কিন্তু বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তিন ফুটবলার এখন প্রত্যাবর্তনের তিন মূর্তি । দু বছর পর ব্রাজিল দলের হয়ে খেলার জন্য ডাক পেলেন কাকা। মেসি আবার জাতীয় দলের নেতৃত্বে ফিরছেন। অন্যদিকে, রুনি চোট কাটিয়ে ফিরছেন আলেক্স ফার্গুসনের সংসারে।