Last Updated: April 13, 2012 20:49

চারটি নাইন এমএম পিস্তল এবং ২০ রাউন্ড গুলি সহ বাবুঘাট এলাকা থেকে ২ ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিস। ধৃতদের নাম বিজয় নায়েক ও সমীর ঘোষ। ধৃতদের কাছ থেকে ৭ টি ম্যাগাজিনও উদ্ধার করা হয়েছে। বিজয় হুগলির রিষড়ার এবং সমীর ভুবনেশ্বরের বাসিন্দা।
ধৃত বিজয় নায়েক অস্ত্রগুলি বিহারের মুঙ্গের থেকে কলকাতায় আনে বলে পুলিসের দাবি। বিজয়ের কাছ থেকে নিয়ে সমীর সেগুলি ওড়িশায় নিয়ে যাচ্ছিল বলে পুলিস সূত্রে খবর। বাবুঘাট থেকে ভুবনেশ্বরগামী বাসে ওঠার সময় দুজনকে হাতেনাতে ধরে ফেলে কলকাতা পুলিসের অ্যান্টি রাউডি স্কোয়াড। ধৃতদের কাল আদালতে তোলা হবে।
First Published: Friday, April 13, 2012, 21:06