Last Updated: Saturday, October 8, 2011, 10:55
প্রতিবছর দুর্গোত্সব শেষে বিসর্জনের সময় দূষণ ছড়ায় গঙ্গায়। যদিও বিগত কয়েকবছর ধরে প্রতিমা নিরঞ্জনকে ঘিরে গঙ্গায় দূষণ রুখতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে পুরসভা। তবে এবারে দেখা গেল অন্য ছবি। দশমীর দিন থেকেই কলকাতার বিভিন্ন ঘাটে মোতায়েন করা হয়েছে পুরসভার বিশেষ বাহিনী। বাবুঘাটে রয়েছে ক্রেন। ফলে কাঠামো জলে পড়া মাত্রই, ক্রেনের সাহায্যে তুলে, জমা করা হচ্ছে পাড়ে।