Last Updated: February 27, 2014 09:13

পাঁচ সহকর্মীকে গুলি করে হত্যা করলেন ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান। আজ গভীর রাতে জম্মু-কাশ্মীরের গান্দেরবাল জেলার মানাসবাল অঞ্চলের রাষ্ট্রীয় রাইফেলের ওই জওয়ান সহকর্মীদের হত্যা করার পর নিজে ওই বন্দুকের গুলিতেই আত্মহত্যা করেন।
সহকর্মীদের সঙ্গে বচসার পর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন অভিযুক্ত জওয়ান।
ঘটনার তদন্তের জন্য অনুসন্ধান আদালতের নির্দেশ দেওয়া হয়েছে।
কাশ্মীর ও দেশের অনান্য উপদ্রুত অঞ্চলে কর্মরত সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর জওয়ানরা প্রায়োশই প্রতিকূল কাজের প্রবেশ নিয়ে অভিযোগ করেন। ছুটি ছাড়া দীর্ঘদিন একটানা হাড়ভাঙা খাটনির জোড়ে অনেকেরই ধৈর্যচ্যুতি ঘটে। কমে যায় সহ্য শক্তি। দেখা যায় মানসিক সমস্যা।
First Published: Thursday, February 27, 2014, 09:13