Last Updated: Thursday, February 27, 2014, 09:13
পাঁচ সহকর্মীকে গুলি করে হত্যা করলেন ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান। আজ গভীর রাতে জম্মু-কাশ্মীরের গান্দেরবাল জেলার মানাসবাল অঞ্চলের রাষ্ট্রীয় রাইফেলের ওই জওয়ান সহকর্মীদের হত্যা করার পর নিজে ওই বন্দুকের গুলিতেই আত্মহত্যা করেন।