Last Updated: February 25, 2013 18:02

হায়দরাবাদ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই বোমাতঙ্ক রাজধানী দিল্লিতে। সোমবার দুপুরে দিল্লির সেনা হাসপাতালের কাছ থেকে বিস্ফোরক ভর্তি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তবে তাতে কীধরনের বিস্ফোরক রাখা রয়েছে সে বিষয়ে নিশ্চিত নয় পুলিস। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বম স্কোয়াড।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আজ দুপুরে ব্যাগটি ছুঁড়ে পালায় এক যুবক। বাইকে করে ওই এসেছিল বলে খবর। তাঁকে ধরতে পারেনি পুলিস।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে হায়দরাবাদের দিলসুকনগর। ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়। আহতের সংখ্যা১১৭। এই ঘটনার পরই গোটাদেশ সহ রাজধানী দিল্লিতেও হাই আলার্ট জারি করা হয়। গতকালই চিঠিতে লস্করে-ই-তইবার তরফে হায়দরাবাদে বিস্ফোরণের দায় স্বীকার করে দেশের বড় শহর গুলিতে আবারও হামালা চালানোর কথা বলা হয়। এরপরই দিল্লির বিভিন্ন বাজার ও ইন্ডিয়া গেটে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। ইন্ডিয়া গেটে জনসাধারণে প্রবেশের ওপর সাময়িক নিয়ন্ত্রণ জারি করা হয়। বন্ধ রাখা হয় একপাশের প্রবেশ পথ।
এদিন গ্রেটার কৈলাসের কাছ থেকেও একটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার হয়। সেখানেও ব্যাগটি ঘিরে আতঙ্ক ছড়ায়।
First Published: Monday, February 25, 2013, 18:02