Last Updated: Friday, October 18, 2013, 18:35
খালি প্যাকেট ঘিরে বোমাতঙ্ক ছড়াল দমদম বিমানবন্দরে। আজ সকালে বিমানবন্দরের ২ নম্বর ডিপার্টচার গেটের সামনে একটি প্যাকেট পড়ে থাকতে দেখেন এক যাত্রী। খবর যায় পুলিস ও সিআইএসএফ-এ। কিছুক্ষণের মধ্যে পৌঁছয় বম স্কোয়াড। গোটা চত্বর ব্যারিকেড করে দেওয়া হয়। প্যাকেটটি পরীক্ষা করে দেখেন বম স্কোয়াডের বিশেষজ্ঞরা।