Last Updated: March 4, 2013 20:00

সুজয় ঘোষ আর অনিন্দ্য চট্টোপাধ্যায়ের মধ্যে এরমধ্যেই ব্যোমকেশ আর অজিতকে খুঁজে পেয়েছেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ। এবার ঋতুর ব্যোমকেশ ক্যাম্পে এলেন অর্পিতা চ্যাটার্জি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চোরাবালি উপন্যাস নিয়ে ছবি করছেন ঋতুপর্ণ। সেখানেই ছোট একটি চরিত্রে দেখা যাবে অর্পিতাকে।
এই মাসেই ব্যোমকেশ কাহিনির শুটিংয়ে নামছেন অঞ্জন দত্ত, ঋতুপর্ণ দু`জনেই। শরদিন্দুর বেনী সংহার নিয়ে নতুন ব্যোমকেশ তৈরি করছেন অঞ্জন দত্ত। এর আগে শুভ মহরত ছবিতে ঋতুপর্ণর সঙ্গে কাজ করেছেন অনিন্দ্য। অর্পিতা কাজ করেছেন উত্সব ছবিতে। সুজয়, অনিন্দ্য ও অর্পিতার কথা জানা গেলেও ছবির বাকি চরিত্রদের নাম এখনই প্রকাশ করতে চান না ঋতুপর্ণ। সত্যন্বেষী সুজয় জানালেন, "আমি এখনও ডেট দিইনি। আপাতত আমার নিজের ছবির চিত্রনাট্য লেখার কাজে ব্যস্ত রয়েছি। পরের সপ্তাহে কলকাতায় এসে ঋতুদার সঙ্গে কথা বলার পরই ডেট দিতে পারব।"
অন্যদিকে, অজিতের চরিত্রর সঙ্গে নিজেকে মাননসই করতে জোরকদমে ওজন কমানোর কাজে লেগে পড়েছেন অনিন্দ্য। সূত্রে খবর, মিষ্টি একেবারেই ছেড়ে দিয়েছেন অনিন্দ্য। দাড়িও রাখছেন। বাংলায় তৈরি হলেও হিন্দিতে ডাব করা হবে ঋতুপর্ণর ব্যোমকেশ।
First Published: Monday, March 4, 2013, 20:00