Last Updated: Monday, March 4, 2013, 20:00
সুজয় ঘোষ আর অনিন্দ্য চট্টোপাধ্যায়ের মধ্যে এরমধ্যেই ব্যোমকেশ আর অজিতকে খুঁজে পেয়েছেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ। এবার ঋতুর ব্যোমকেশ ক্যাম্পে এলেন অর্পিতা চ্যাটার্জি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চোরাবালি উপন্যাস নিয়ে ছবি করছেন ঋতুপর্ণ। সেখানেই ছোট একটি চরিত্রে দেখা যাবে অর্পিতাকে।