Last Updated: February 9, 2014 12:30

কলকাতা হাইকোর্টের ভর্তসনায় তত্পর হল সিআইডি। বীরভূমে পাড়ুইয়ে সাগর ঘোষ হত্যা মামলায় গ্রেফতার হলেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ এক তৃণমূল নেতা। হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত মহম্মদ ইউনুসকে গতকাল বীরভূমের সাত্তোর এলাকা থেকে গ্রেফতার করেছে সিআইডি।
২০১৩ সালের ২১ শে জুলাই, পঞ্চায়েত ভোটের ঠিক আগের রাতে খুন হন নির্দল প্রার্থী হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষ। এই মামলায় তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সহ মোট ৪১ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিল নিহতের পরিবার। হাইকোর্টে গোপন জবানবন্দিও দেন নিহতের স্ত্রী ও পুত্রবধূ।
এরপরেও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায়, গত ৩-রা ফেব্রুয়ারি সিআইডিকে তীব্র ভর্তসনা করে হাইকোর্ট। সাতদিনের মধ্যে তদন্ত যথাযথ পথে না এগোলে, সিবিআইকে দায়িত্ব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
First Published: Sunday, February 9, 2014, 12:30