Last Updated: Tuesday, May 6, 2014, 15:20
পারুই মামলা ফিরল বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে। আজ প্রধান বিচারপতি অরুণ মিশ্র এবং জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল। তাঁরা ফের সিঙ্গল বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন মামলাটি। বিচার চলাকালীন প্রয়োজনে যে কোনও আধিকারিককে যে কোনওদিন ডেকে পাঠাতে পারবে আদালত। একথাটিও আজ স্পষ্ট করে দেওয়া হয়েছে।