Last Updated: January 2, 2014 23:40

ইংলিশ প্রিমিয়ার লিগে নাটকীয় জয় পেল আর্সেনাল। কার্ডিফ সিটিকে ২-০ গোলে হারিয়ে দিল তারা। প্রথম গোল পেতে আর্সেনালকে অপেক্ষা করতে হয়েছিল ৮৮ মিনিট পর্যন্ত।
এবারের ইপিএলে দুরন্ত ছন্দে থাকলেও, কার্ডিফের বিরুদ্ধে সেই ফর্মের ধারে কাছে ছিলেন না আর্সেন ওয়েঙ্গারের ছেলেরা। আক্রমনে ঝড় তুলেও বিপক্ষ ডিফেন্স ভাঙতে পারছিলেন না থিও ওয়ালকটরা। অষ্টআশি মিনিটে ডেডলক ভাঙেন নিকোলাস বেন্টনার। ইনজুরি টাইমে দুরন্ত গোল করে আর্সেনালের জয় নিশ্চিত করেন থিও ওয়ালকট। এই জয়ের ফলে কুড়ি ম্যাচে পঁয়তাল্লিশ পয়েন্ট পেয়ে ইপিএলে শীর্ষস্থান ধরে রাখল আর্সেনাল।
First Published: Thursday, January 2, 2014, 23:40