Last Updated: Saturday, November 3, 2012, 21:04
চেলসির পর এবার আর্সেনাল। ইপিএল পরপর দুটি মেগাম্যাচে জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ঘরের মাঠে আলেক্স ফার্গুসনের দল ২-১ গোলে জিতল আর্সেনালের বিরুদ্ধে। রুনির পেনাল্টি মিস সত্ত্বেও ম্যান ইউয়ের জয় বিশেষ কঠিন হল না। ম্যাচের অন্যতম সেরা ঘটনা ম্যাচের একেবারে শুরুতেই ম্যান ইউয়ের রবিন ভান পার্সির গোল।