Last Updated: June 29, 2014 16:35

ওড়িশার বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক বালি দিয়ে বিশ্বকাপের ভাস্কর্য তৈরি করে জিতে নিলেন গ্লোবাল স্কালপ্টিং পুরস্কার। অন্য একটি, `গাছ বাঁচাও, ভবিষ্যত বাঁচাও` বিষয়ে তৈরি বালু ভাস্কর্য জনগণের রায়ে সেরা মনোনীত হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রে আটলান্টিক শহরে অনুষ্ঠিত হয় ভাস্কর্য প্রতিযোগিতা। বিভিন্ন দেশের সেরা ভাস্কর্য শিল্পীরা যোগ দেন এই প্রতিযোগিতায়। ৩৭ বছর বয়সী ভারতে খ্যাতিনামা বালুশিল্পী সুদর্শন পট্টানয়েক সেরা ভাস্কর্য শিল্পী হিসাবে মনোনীত হন।
পুরীর সমুদ্র সৈকতে বিভিন্ন খ্যাতিনামা মানুষদেরকে নিয়ে বালি দিয়ে তৈরি করেন অনবদ্য কিছু ভাস্কর্য। তাঁর এই বালু শিল্প বিশ্বের কাছে এক উজ্জ্বল স্থান পেয়েছে। ভারতের বিশ্বকাপ জয় থেকে আমেরিকার প্রেসিডেন্ট ধরা দিয়েছে তাঁর বালু শিল্পে। ২০১৪ ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে পুরস্কৃত করে।
First Published: Sunday, June 29, 2014, 16:35