Last Updated: Sunday, June 29, 2014, 16:35
ওড়িশার বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক বালি দিয়ে বিশ্বকাপের ভাস্কর্য তৈরি করে জিতে নিলেন গ্লোবাল স্কালপ্টিং পুরস্কার। অন্য একটি, `গাছ বাঁচাও, ভবিষ্যত বাঁচাও` বিষয়ে তৈরি বালু ভাস্কর্য জনগণের রায়ে সেরা মনোনীত হয়।