Last Updated: May 19, 2014 23:08

শপথগ্রহণের দিন ও মন্ত্রিসভা চূড়ান্ত করতে আগামিকালই বৈঠকে বসছে বিজেপি সংসদীয় বোর্ড। তার আগে রাজধানীতে চলছে জোর জল্পনা। মন্ত্রিসভার চেহারা কেমন হবে তানিয়ে চলছে হিসেব নিকেষ। উঠে আসছে বেশকয়েকটি নাম।
দেশজয়ের পালা শেষ। এবার মন্ত্রিসভা গঠনের তোড়জোড়। একার কাঁধে বিজেপিকে ম্যাজিক ফিগার পার করে দেওয়া নরেন্দ্র মোদীই মন্ত্রীসভা গঠনে শেষ কথা বলবেন। মঙ্গলবার বৈঠকে বসছে বিজেপির সংসদীয় বোর্ড সেখানেই তাঁর সিদ্ধান্তে সিলমোহর পড়তে চলেছে। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার চেহারা হতে পারে কিছুটা এরকম-
লোকসভা ভোটে হেরে গেলেও সম্ভবত অর্থমন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন অরুণ জেটলি
তথ্য সম্প্রচার মন্ত্রী করা হতে পারে আমেঠিতে রাহুল গান্ধীকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া স্মৃতি ইরানিকে
এতদিন বিজেপি মুখপাত্রের দায়িত্ব সামলানো রবিশংকর প্রসাদকে করা হতে পারে আইন মন্ত্রী
রাজনাথ সিং পেতে পারেন স্বরাষ্ট্র কিংবা প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক
গুরুত্বপূর্ণ কোনও মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিংকে
এতদিন মোদীর বিরোধিতা করে চলা মুরলিমনোহর জোশি পেতে পারেন কৃষিমন্ত্রকের দায়িত্ব
পশ্চিমবঙ্গে এবার ভালো ফল করেছে বিজেপি। গতবারের তুলনায় ভোট বেড়েছে প্রায় তিনগুন। লোকসভার সাফল্যে ভর করে ২০১৬-র বিধানসভা ভোটকে পাখির চোখ করতে চাইছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। সেজন্য বিশেষ নজর দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতি। মন্ত্রী করা হতে পারে তরুণ প্রজন্মের প্রতিনিধি বাবুল সুপ্রিয়কে। তবে বাবুলকে পূর্ণ মন্ত্রী করা হবে নাকি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিজেপি শীর্ষ নেতৃত্ব।
First Published: Monday, May 19, 2014, 23:08