Last Updated: Wednesday, June 11, 2014, 09:59
উল্লেখযোগ্য পরিবর্তন মোদীর প্রশাসনে। `ছোটো সরকার` গড়ার লক্ষ্যে ক্ষমতার অনেকখানি রাশ নিজের হাতে রেখেছিলেন প্রধানমন্ত্রী। এবার ইউপিএ টু র তৈরি চারটি মন্ত্রীপরিষদ ভেঙে দেন। এরমধ্যে রয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি (UIDAI)অর্থাত কংগ্রেসের তৈরি আধার প্রকল্প কমিটি। তাঁর স্পষ্ট বক্তব্য কাজের দ্রুততা বাড়াতে প্রশাসনিক পরিকাঠামো ছোটো করা প্রয়োজন। বাকি কমিটিগুলির মধ্যে রয়েছে দ্রব্যমূল্য, প্রাকৃতিক বিপর্যয় এবং বিশ্ব বাণিজ্য সংক্রান্ত।