Last Updated: October 8, 2013 10:20

স্টেট ব্যাঙ্কের নতুন চেয়ারপার্সন হলেন অরুন্ধতী ভট্টাচার্য। এসবিআইয়ের ২০৭ বছরের ইতিহাসে প্রথম কোনও মহিলা এই পদে নিযুক্ত হলেন। সোমবার এক বিবৃতিতে নতুন চেয়ারপার্সনের নাম ঘোষণা করে দেশের বৃহত্তম ব্যাঙ্ক। গত তিরিশে সেপ্টেম্বর অবসর নেন প্রতীপ চৌধুরী। তাঁর জায়গাতেই স্থালাভিষিক্ত হলেন অরুন্ধতী দেবী।
১৯৭৭ সালে প্রোবেশনারি অফিসার হিসেবে তিনি স্টেটব্যাঙ্কে যোগ দেন। এরপর তিনি দেশের বৃহত্তম ব্যাঙ্কের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। ব্যাঙ্কের শীর্ষ পদে উঠে আসার ঠিক আগে ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিনান্সিয়াল অফিসার ছিলেন অরুন্ধতী ভট্টাচার্য।
অরুন্ধতী ভট্টাচার্য জানিয়েছেন, তিনি দারুণ খুশি। তাঁর ওপর এখন অনেক দায়িত্ব। ব্যাঙ্ককে আরও আগে এগিয়ে নিয়ে যাওয়ায় হবে তাঁর লক্ষ্য বলে জানালেন তিনি।
First Published: Tuesday, October 8, 2013, 10:20