Last Updated: Tuesday, October 8, 2013, 10:20
স্টেট ব্যাঙ্কের নতুন চেয়ারপার্সন হলেন অরুন্ধতী ভট্টাচার্য। এসবিআইয়ের ২০৭ বছরের ইতিহাসে প্রথম কোনও মহিলা এই পদে নিযুক্ত হলেন। সোমবার এক বিবৃতিতে নতুন চেয়ারপার্সনের নাম ঘোষণা করে দেশের বৃহত্তম ব্যাঙ্ক। গত তিরিশে সেপ্টেম্বর অবসর নেন প্রতীপ চৌধুরী। তাঁর জায়গাতেই স্থালাভিষিক্ত হলেন অরুন্ধতী দেবী।