Arvind Kejriwal as Prime Ministerial candidate? AAP keeps option open

মোদী,রাহুলের সঙ্গে প্রধানমন্ত্রীত্বের দৌড়ে দাঁড়ানে কেজরিওয়ালও, চাইছে আপ-এর শীর্ষ নেতৃত্ব

 মোদী,রাহুলের সঙ্গে প্রধানমন্ত্রীত্বের দৌড়ে দাঁড়ানে কেজরিওয়ালও, চাইছে আপ-এর শীর্ষ নেতৃত্বদেশের বহু মানুষ চাইছেন প্রধানমন্ত্রী হোন অরবিন্দ কেজরিওয়াল। লোকসভা নির্বাচনে সর্বাধিক আসনে প্রতিদ্বন্দিতা করার সিদ্ধান্ত নিলেও আম আদমি পার্টি প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন কী না, দু`মাস পর তার সিদ্ধান্ত নেবে দল। দলের শীর্ষ নেতা যোগেন্দ্র যাদব জানিয়েছেন, "আপ সমর্থকদের ও আমার স্বপ্ন অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী হোন। দেশের বহু মানুষও তাই চান। তাই তাঁকে সেই দায়িত্ব নেওয়া উচিত।"

তবে লোকসভার ২৫০টি আসনে জয়ী হলেই প্রধানমন্ত্রীত্বের দাবি রাখা যায়। আর দ্বিতীয় রাস্তা `মিলিঝুলি` সরকার গঠন হলেই। তবে দিল্লি জোটে যাওয়ার রাজনৈতিক ইচ্ছা আপের নেই। ফলে প্রথম রাস্তাই খোলা আম আদমির কাছে। ফলে দেশের শাসন ক্ষমতায় বসার জন্য প্রথম রাস্তাই খোলা রাখছে আপ। এমনটাই ইঙ্গিত দিয়েছেন যোগেন্দ্র যাদব।

যাদবের কথায়, "অরবিন্দ প্রধানমন্ত্রী পদের জন্য না দাঁড়ালেও। আপ তাঁর নেতৃত্বেই লোকসভা ভোটে লড়বে।" যোগেন্দ্র যাদবের ইঙ্গিতেই স্পষ্ট কেজরিওয়ালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি তাঁর ওপরই ছেড়ে রাখছে দল।

First Published: Tuesday, January 7, 2014, 14:25


comments powered by Disqus