Last Updated: February 5, 2013 18:30

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় জামিন চাওয়ার থেকে জেলে যাওয়াই ভাল। এমনটাই মনে করছেন আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার তিনি বলেন, "আমরা ১৪৪ ধারা উলঙ্ঘন করার কথা স্বীকার করছি।"
কেজরিওয়ালের আম আদমি পার্টির অন্যতম সদস্য তথা আইনজীবী প্রশান্ত ভূষণ এ দিন আদালতে জানান, "গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ আন্দোলনে বাধা দিতেই ১৪৪ ধারা লাগু করা হয়।" ১৪৪ ধারা এলাকায় পাঁচ জনের বেশি মানুষের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। আইন-শৃঙ্খলা শান্ত রাখতেই ১৪৪ জারি করা হয়।
কেজরিওয়ালরাও যে বিচার থেকে বঞ্চিত হবেন না, সে বিষয়ে আশ্বাস দিয়েছে আদালত। এ দিন বিচারকের তরফে বিচার ব্যবস্থার ওপর ভরসা রেখে আইনি লড়াই চালিয়ে যাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। তিনি বলেন, "আপনারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা করেন, আমি কথা দিচ্ছি ছ`মাসের মধ্যে মামলার নিষ্পত্তি করব।" যদিও এই মামলায় কেজরিওয়াল ও তাঁর সমর্থকদের গ্রেফতার করা হবে কিনা, সে বিষয়ে রায় দেওয়া এখনও বাকি।
কয়লা দুর্নীতিকাণ্ডে মনমোহন সিংয়ের পদত্যাগের দাবিতে গত অগস্ট মাসে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনেই বিরোধ প্রদর্শন করেন কেজরিওয়াল ও তাঁর রাজনৈতিক সমর্থকরা।
First Published: Tuesday, February 5, 2013, 18:30