Last Updated: April 4, 2014 15:57

আরও একবার হামলার শিকার হলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে লোকসভা নির্বাচনের প্রচারে আম আদমি পার্টির রোড শো চলাকালীন এবার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির চড় খেলেন আপ সুপ্রিমো।
দক্ষিণ দিল্লির দক্ষিণপুরি অঞ্চলে আপ-এর রোড শো চলাকালীন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎ করে কেজরিওয়ালের জিপে উঠে পড়ে। কিছু বোঝার আগেই আপ প্রধানকে লক্ষ্য করে এলোপাথাড়ি চড়, ঘুষি চালাতে থাকে। বছর কুড়ির ওই ব্যক্তিকে তৎক্ষণাৎ ধরে ফেলে আপ সমর্থকরা। তাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়।
এই রোড শো-তে তাঁকে কালো পতাকাও দেখানো হয়।
তবে এই ঘটনার পর আপ-এর সদস্য-সমর্থকদের শান্ত থাকার অনুরোধ করেন কেজরিওয়াল। রোড শো-তেই সমর্থকদের প্রতি কেজরিওয়াল বলেন ``ওদের আক্রমণ করতে দিন। কিন্তু আমরা প্রতি আক্রমণে যাব না। ওরা আমাদের প্রাণও নিতে পারে।`` তবে এর মাঝে বেনারসে তাঁর নির্বাচনী প্রতিদ্বন্ধী নরেন্দ্র মোদীকে ঠুকতে ছাড়েননি তিনি। নাম না করে বিজেপির প্রধানমন্ত্রী পদ প্রার্থীর উদ্দেশ্যে তিনি বলেন ``কেউ কেউ প্রধানমন্ত্রী হওয়ার জন্য যা খুশি তাই করতে পারে।``
কিছুদিন আগে হরিয়াণাতে নির্বাচনী প্রচারের সময় একই ধরনের হামলার সম্মুখীন হয়েছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।
First Published: Friday, April 4, 2014, 15:57