Last Updated: December 8, 2013 18:42
নয়াদিল্লি আসনে জয়কে গণতন্ত্রের জয় বলে মন্তব্য করলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
সদ্য রাজনীতিতে পা রাখা কেজরিওয়াল প্রথম পরীক্ষাতেই জনতার মন জয় করতে সফল হয়েছেন। তাঁর জন্যই লাল গোলাপের বৃষ্টি কেজরিওয়ালের জন্য। তিন বারের মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতকে পরাস্থ করেছেন কেজরিওয়াল। কেজরিওয়ালের কথায়, "এটা আমার জয় নয়। এটা নয়া দিল্লির মানুষের জয়।" এই জয় গণতন্ত্রের জয় বলেই ব্যাখ্যা করেছেন তিনি।
২২ হাজার ভোটে দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতকে হারিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।
First Published: Sunday, December 8, 2013, 18:42