Last Updated: November 15, 2013 21:55

বাঙালি তাঁকে চিনেছিল রোজা ছবিতে। তাঁকে দেখে মুগ্ধ হয়েছিল বম্বে ছবিতে। ১৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে তাঁকে কাছে পেল বাঙালি। এক সপ্তাহ কলকাতায় কাটিয়ে অরবিন্দ স্বামী জানালেন, ঋতুপর্ণর ছবিতে কাজ করার কথা ছিল তাঁর।
তামিল পরিচালক মনিরত্নমের আবিষ্কার জানালেন, "মনির কাছে অনেক কিছু শিখেছি। অন্যদের থেকে অন্যভাবে ভাবেন মনি। এখনও বলিউডও বদলে গেছে। অনেক ভাল কাজ হচ্ছে। নতুনরা ভাল ছবি বানাচ্ছেন। ঋতুর সঙ্গে ছবি করার কথা হয়েছিল। সূবর্ণ সুযোগ হারিয়েছি। দুর্ভাগ্যবশত সেটা হল না। তবে ভাল চিত্রনাট্য পেলে আজও বাংলা ছবিতে কাজ করতে চাই। মনি সবসময় বলেন চিত্রনাট্যই শেষ কথা। ভাষা নয়।"
আপাতত দুটি ছবিতে কাজ করছেন অরবিন্দ। একটি হিন্দি ও একটি তামিল।
First Published: Friday, November 15, 2013, 21:55