Last Updated: Friday, November 15, 2013, 21:55
বাঙালি তাঁকে চিনেছিল রোজা ছবিতে। তাঁকে দেখে মুগ্ধ হয়েছিল বম্বে ছবিতে। ১৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে তাঁকে কাছে পেল বাঙালি। এক সপ্তাহ কলকাতায় কাটিয়ে অরবিন্দ স্বামী জানালেন, ঋতুপর্ণর ছবিতে কাজ করার কথা ছিল তাঁর।