Last Updated: February 28, 2012 15:59

বিজয় হাজারে ট্রফিতে গ্রুপ লিগের শেষ ম্যাচে অসমের মুখোমুখি হবে বাংলা। দুই দলের কাছে ম্যাচটি নিয়মরক্ষার হলেও এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে কোন দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে।
ত্রিপুরার বিরুদ্ধে দল নিয়ে কিছু পরীক্ষা নীরিক্ষা চালালেও অসম ম্যাচে পুরোন কম্বিনেশনেই দল সাজাতে চান বাংলা অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ফলে অসমের বিরুদ্ধে প্রথম এগারোয় ফিরছেন অশোক দিন্দা, সামি আমেদ, ইরেজ সাক্সেনারা।
সৌরভ গাঙ্গুলি অবশ্য অসমকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। তাঁর মতে যথেষ্ট ভাল খেলছে অসম। ইডেনে শেষ ম্যাচে বেশ লড়াই হবে বলেই তিনি মনে করেন। বাংলা দলের নির্ভরযোগ্য বোলার অশোক দিন্দাও অসমের বিরুদ্ধে জয়ের ব্যাপারে আশাবাদী।
বাংলা গ্রুপ চ্যাম্পিয়ন হলে ৪ মার্চ তাঁদের মূলপর্বে খেলার জন্য কলকাতা ছাড়তে হবে।
First Published: Tuesday, February 28, 2012, 15:59